চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক থেকে দুই মিনিটেই মোটরসাইকেল চুরি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক থেকে অভিনব কৌশলে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সদর হাসপাতাল সড়কের উপশম নার্সিং হোম ক্লিনিকের সামনের গলিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর হাসপাতাল রোডে ব্যবসায়ী আব্দুল ওয়াকিল প্রতিদিনের ন্যায় তার দোকানের পাশের গলিতে মোটরসাইকেল রাখেন। গতকাল বিকেলে আছরের নামাজ পড়তে গিয়ে দেখেন মোটরসাইকেলটি ওই স্থানে নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি আসেন। একজন মেইন রাস্তার সামনে মোটরসাইকেলের ওপর বসে নজর রাখছেন। অপরজন দুই মিনিটের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যান। মাত্র দুই মিনিটের মধ্যে অভিনব কৌশলে মোটরসাইকেল চুরির সিসিটিভি ফুটেজ দেখে সবাই হতবাগ হয়ে যান। নাম না প্রকাশের শর্তে সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) জানান, ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে পুলিশ মাঠে নেমেছে।

Comments (0)
Add Comment