চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত দু’ব্যক্তির মৃত্যু : পরিচয় সনাক্তে আসছে পিবিআই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন যাবত চিকিৎসারত অবস্থায় অজ্ঞাত দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধার পর তাদের মৃত্যু হয়। এরমধ্যে একজন বৃদ্ধ ও যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, দুজনই মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়। মরদেহ হিমঘরে রাখা হয়েছে। পরিচয় সনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। আজ সকালে আসবেন তারা। পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মফিফুলে দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি। এই দুই ব্যক্তির সার্বিক খোজ খবর নেয়া চুয়াডাঙ্গার সামাজিক সংগঠনের “দুস্থের আস্থা” আজাদুল ইসলাম টনিক বলেন, বৃদ্ধের আনুমানিক বয়স ৭০-৮০ এবং যুবকের ৩০-৩৫ বছর হবে। এরমধ্যে বৃদ্ধটি সদর হাসপাতালে সাড়ে পাঁচ মাসের অধিক এবং যুবকটি ১০ দিন যাবত চিকিৎসারত ছিল। আমাদের সংগঠন থেকে নিজ হাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্বিক দেখভাল করে আসছিলাম। তারা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিচয় সনাক্ত করা যায়নি। গতকাল শনিবার সন্ধার পর দুজনেরই মৃত্যু হয়।

Comments (0)
Add Comment