চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাতিকাটা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাও. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক হাফেজ মো. মাহবুবুল আলম, গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মিলন মিয়া, আশরাফুল হক, আব্দুল জব্বার, আনিচুর রহমান, নূর ইসলাম, বাদশা মিয়া, মো. শহিদুল হক, সাকান মিয়া, সদর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহসভাপতি ইখলাস হোসেন, যুগ্ম সম্পাদক লাড্ডু হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক ফরিদ উদ্দীন, আলুকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক শাকিল হোসেন রুবেল, যুগ্মসম্পাদক অনিকুজ্জামান শিমুল, আনারুল হক আনা, রাশেদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের যুগ্মআহ্বায়ক হাফেজ মো. আশরাফুল হক। সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব শরীফুজ্জামান সুমন।