চুয়াডাঙ্গা শহরে দিনেদুপুরে কৌশলে কিশোরের মোবাইল ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ডিজিটাল মোড়ের অদূরে কৌশলে শুভ (১৬) নামে এক কিশোরের মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিজিটাল মোড়ের অদূরে উপজেলা ফুড গোডাউন সড়কে এ ঘটনা ঘটে। শুভ শহরের ফার্মপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তার বাবা হোটেল ব্যবসায়ী।  ভুক্তভোগী কিশোর শুভ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, সদর হাসপাতালের সামনে থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ডিজিটাল মোড়ের অদূরে ফুড গোডাউন সড়কে একটি অ্যাপাচি মোটরসাইকেলযোগে দুজন যুবক আমার সাইকেলের গতিরোধ করে। এ সময় হাসপাতালের মধ্যে মেয়েদের ছবি কেন তুলেছি অভিযোগ করে আমার মোবাইল দিতে বলে তারা। আমার নিকট থেকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে হাসপাতালের মধ্যে আসতে বলে। হাসপাতালে গিয়ে তাদের খুজে পাইনি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর পিতা শফিকুল ইসলাম।

এদিকে সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। অ্যাপাচি মোটরসাইকেলে দুই যুবক শুভকে বাইসাইকেল গতিরোধ করতে দেখা যায়। অল্প কিছুক্ষণ কথা বলে শুভ’র তার মোবাইলটি তাদের নিকট দিয়ে দেয়। পরে হাসপাতালের দিকে চলে যায়। স্থানীয়দের দাবি, চুয়াডাঙ্গা শহরের বেশকিছু স্থানে একই কৌঁশলে একই ব্যক্তিরা মোবাইল বা মূল্যবান মালামাল ছিনতাই করছে। এমন ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ থাকলেও এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমানের সরকারি নাম্বারে একাধিক কল করলে তিনি রিসিভ করেননি।

Comments (0)
Add Comment