স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সমন্বিত কমিটি গঠিত হয়েছে। সদস্যদের সকলের সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন মালিক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। জেলা দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, সহ-সভাপতি আব্দুর রহমান চাঁদ, স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ্বাস, টিপু মিয়া, খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রাহেন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রতন আলী, কোষাধ্যক্ষ খাইরুল আলম জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক মুনয়ার রহমান (মনু), প্রচার সম্পাদক আশরাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাদেকুর রহমান মুন্না, ক্রীড়া সম্পাদক সোহেল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় কুমার সেন, কার্যকরী সদস্য নোমান, লিটন মন্ডল (মুদি), আনিচুর রহমান আনিচ, রফিকুল ইসলাম রফি, ফেল্টু, রাব্বি, খোকন মিয়া, শরিফ, হোসেন, আব্দুর রহমান, আজাদ, জহুর মল্লিক ও হাফিজুল ইসলাম। কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অপু বিশ্বাস বলেন, ‘ফারুক-রাশেদ পরিষদের অঙ্গীকার পুনর্বাসিত হবে চুয়াডাঙ্গা রেলবাজার। নবগঠিত কমিটির সভাপতি ফারুক হোসেন মালিক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, চুয়াডাঙ্গা রেলবাজার ও কাঁচা বাজারের সকল ব্যবসায়ীদেরকে এক কাতারে দাঁড় করিয়ে চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়ী সমিতিকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া নির্মাণাধীন ওভার পাসের কারণে চুয়াডাঙ্গা রেল বাজারের যে সকল ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য এই কমিটি সকলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে। কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে।