চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত : ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পায়ে হাঁটার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ সেøাগানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মুজিবনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পায়ে হাঁটার বিকল্প নেই। যেকোনো খাবার পেলে খাওয়া যাবে না। রাস্তার খাবার থেকে বিরত থাকতে হবে। শৃংখলিত জীবন পারে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে। সেকারণে সকলকে সচেতন হতে হবে এবং জীবন-যাপনে নিয়ন্ত্রণ রাখতে হবে।
চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে গতকাল রোববার সোয়া ৮টায় ডায়াবেটিক সমিতি কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা। আলোচনা সভায় যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও মফিজুর রহমান মনা, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. নাহিদ ফাতেমা রতœা ও পুষ্টিবিদ উম্মে আতিকা মল্লিক আঁখি বক্তব্য রাখেন। সভায় কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারী, আজীবন সদস্যবৃন্দ ও রোগীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মেহেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, নুরজাহান বেগম, আজিজুল হক রান, কেএম ফজলুল করিম, রফিকুল ইসলাম তোতা, শাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর মুজিবনগরে গুড় নেইবারস মেহেরপুর সিডিপি’র উদ্যোগে বিশ^ ডায়াবেটিক দিবস ২০২১ পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় গুড় নেইবারস মেহেরপুর সিডিপি’র অফিস হলরুমে মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. লিংকন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা অফিসার ডা. মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রজেক্টের ডা. সাঝদীপ ইসলাম, মেডিকেল অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, সু-প্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন ও আইজি অফিসার ঝরর্না খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্পন্সর শিশু ও তাদের মায়েরা অংশগ্রহণ করেন।

Comments (0)
Add Comment