স্টাফ রিপোর্টার: ‘ঐক্যবদ্ধ কাজ করি, যক্ষা মুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কুষ্ঠরোগে সাধারণত চোখের পাতায় দুর্বলতা অনুভূত হয় এবং চোখ বন্ধ হয় না, ফলে পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধকতা দেখা দেয়। হাতে পায়ে দুর্বলতা অনুভূত হয় এবং স্নায়ুসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা দেখা দেয়। এমনটি হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আলোচনাসভায় বক্তারা বলেন, ‘এখনও প্রতিবছর বাংলাদেশে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় শতকরা ৮ ভাগ নারী-পুরুষ প্রতিবন্ধিকতার শিকার হচ্ছে এবং এখনও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিগণ সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে। বর্তমান সরকার কুষ্ঠরোগীদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং ২০৩০ সালের পূর্বেই এদেশকে কুষ্ঠমুক্ত করার সংকল্প করেছেন। তাই কুষ্ঠ রোগ সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া অবধি; অর্থাৎ কুষ্ঠরোগ, কুষ্ঠ সংক্রমণ, কুষ্ঠজনিত প্রতিবন্ধিত্ব এবং কুষ্ঠ আক্রান্তেদের প্রতি অপবাদ ও বৈষম্য শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত সকলের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’ চুয়াডাঙ্গায় গতকাল রোববার সকালে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচজন কুষ্ঠ রোগী উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন প্রশাসক ডা. শাফিউল কবির জিপু, জেলা সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। সালোম চার্চ অব বাংলাদেশের সহায়তায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় মেহেরপুর পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে শেষ হয়। মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ফজলুর রহমান, ডা. এস এম মাসুদুজ্জামান, ডা. উম্মে হোমায়রা আয়েশা, ডা. মো. ইনজামাম উল হক, ডা. কামরুন নাহার, সালোম চার্চ অব বাংলাদেশের কুষ্ঠ জেলা সমন্বয়কারী সন্ধ্যা ম-ল এবং সালোম-এর একাউন্টেন্ট মিস্টার পনুয়েল মন্ডল। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনাসভা শেষে কুষ্ঠ রোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসন থেকে কুষ্ঠ রোগীদের জন্য প্রাপ্ত ৫০টি কম্বলের মধ্যে সদর উপজেলার কুষ্ঠ রোগীদের মাঝে এবং মুজিবনগর উপজেলার কুষ্ঠ রোগীদের মাঝে সিভিল সার্জন কার্যালয়ে বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি সালোম, চার্চ অব বাংলাদেশের সহায়তায় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিবসটি পালন করা হয়।