স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়ক্ষতি’ এ সেøাগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি নির্বাপন মহড়ায় প্রাথমকি পর্যায়ে কিভাবে আগুন নিভাতে হয় এবং গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কিছু করার থাকে না। মানুষের মাঝে সচেতনতার জন্য কাজ করতে হবে। আমরা খুব সহজেই আবহাওয়ার খবর জানতে পারি। এগুলো জেনে কি প্রতিকার নেয়া যায়। কিভাবে আগুন নেভাতে হয়। প্রকৃতি বা মনুষ্য সৃষ্টির কারণে যেকোনো সময় বা যেকোনো মাধ্যম দ্বারা আমাদের উপর দুর্যোগ হানা দিতে পারে। এই দূর্যোগের যদি পূর্ব প্রস্তুতি বা দুর্যোগ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেটি যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই দূর্যোগ থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এবং নিজেকে কিভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই মহড়া। বক্তারা আরও বলেন, ভূমিকম্পে আতংকিত না হই। আমাদের অনুজদের এসব জানাবো। ক্ষয়ক্ষতি হলে হলে কিভাবে সহযোগিতা করা যায় সেটা দেখবো। এছাড়াও বজ্রপাত থেকে রক্ষার জন্য প্রতিটি বাড়িতে একটি করে তালগাছ এবং সরকারি রাস্তার পাশে তালগাছ রোপণের তাগিদ দেয়া হয়।
চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া পরবর্তী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় আয়োজনে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রফিকুজ্জামান, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের যুব প্রধান শরীফা সোহাসীনি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম কবির হোসেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল মামুনের নেতৃত্বে অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী শিক্ষা অফিসার জিএম কামাল, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল মামুন। প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়লের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশরী নজরুল ইসলাম, কার্য-সহকারী আসাদুজ্জামান সুমন, তুষার মুক্ত স্কাউট দলের তন্ময় কুমার বিশ^াস অপু, অফিস সহায়ক আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকার্থীবৃন্দ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শেষে পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথির মিত্র। দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাফসফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লিলিমা আক্তার হ্যাপি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, দর্শনা দামুড়হুদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান মিয়া, লিডার শামসুর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাশেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মোর্শেদ, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমান, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম আহমেদ, জেলা ব্র্যাক সমন্বয় মনিরুল হুদা প্রমুখ। আলোচনা সভার আগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নের সোমবার ১১টায় মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শিশু পরিবারের চত্বরে আলোচনা সভা ও শিশু পরিবারের শিশুদের নিয়ে অগ্নি নির্বাপক এবং দুর্যোগ কালীন নিরাপদ উদ্ধার নিয়ে উপজেলা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এর মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে শিশু পরিবার চত্বর থেকে দিয়ে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে দুর্যোগ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লালটু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ ম-ল। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের সহকারী পরিচালক এবং শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মাসুদ আহমেদ, মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাসহ প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার এবং মুজিবনগর শিশু পরিবারের শিক্ষক কর্মচারী ও সদস্যবৃন্দ।