স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় ধানম-ি ৩২নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধূর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। করোনাভাইরাস মহামারীর কারণে গতবারের মতো এবারও জনসমাগম সীমিত করে জেলহত্যা দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ধারণ করেছেন শোকের কালোব্যাজ।
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে শোকাবহ জেলাহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় এ দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়মী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন শেষে শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। শোকসভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. সামসুজ্জোহা, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের, আরেফিন আলম রঞ্জু, সিরাজুল ইসলাম আসমান প্রমুখ। বিকেলে দলীয় কার্যালয়ে জাতীয় ৪ নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. সামসুজ্জোহা, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাহাবুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগের সাবেক গ্রন্থগার সম্পাদক রাজু আহাম্মেদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জ্বামান লিটু।
উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী জাতীয় ৪ নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। ইতিহাসের অন্যতম ও ন্যাক্কারজনক এ হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলী।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাতটায় দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আলিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা শেখ শাহী, মাসাদুর রহমান মাসুম, আল ইমরান শুভ, বিপুল জোয়ার্দ্দার, বিপ্লব, হাজানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, রামীম হাসান শৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, খালিদ, আলিহিম, নোমান, আসাদ, আনোয়ার, মিণ্টু, হিরা, কবির, জুয়েল, খান জাহান, আলিফ, আলমগীর, জাকির, মোনাজাত, সঞ্জু, রনি, জনি, মাফুজ, ইকবাল, সামি, মোহাম্মদ, বিপুল, শিকদার, বাচ্চু, ওয়াশিম, বিপ্লব, ইব্রাহীম, শাকিল, ইমরান, মলন, নাঈম প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার সকাল ৭টার দিকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেল ৪টার দিকে ৩নং ওয়ার্ড রোয়াকুলি গ্রামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান। সহসভাপতি ফজলুল হক, আনছার আলী মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহান আলী, লাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, মতিয়ার রহমান, হারুন, সিরাজুল, গোলাম মাস্টার, ইসতিয়াক, মিনাজ, আনারুল, কালাম, তিতু, শুকুর আলী, তাহের, মিঠু, রবিউল, তরিকুল, আলম, সজিব, আরিফুল, শুভ, রতন, মিল্টন, সাত্তার, মোমিন, আলামিন, বিদ্যুৎ, ফয়সাল, সাকিব, নাসিম প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দিবসটি পালনে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে সকাল ৮টার দিকে পৌর আ.লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোকপতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা রুস্তম আলী, আতিয়ার রহমান হাবু, মোমিনুল ইসলাম, বিল¬াল হোসেন, ফয়সাল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসভাপতি সোলায়মান কবির, সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, মনির সরদার, আশরাফুল ইসলাম, আব্দুল হাকিম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান, রিপন, মিল-াত, অপু সরকার, রায়হান, প্রভাত প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় এ চার নেতার স্মরণে জীবননগর উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোকদিবসের পতাকা উত্তোলন, শোকদিবসের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকদিবসের আলোচনাসভায় জাতীয় চার নেতার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ছোট বাবু, পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, কাউন্সিলর খোকন মিয়া, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল ও শরিফুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সেখানে জাতীয় পতাকা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা উপস্থিত থেকে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পনসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে। এদিন সকালে মেহেরপুর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবলীগ নেতা মামুন, সাদাত নূর, সাইফুল নসির, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ।
অপর দিকে জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে দিকে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন। পরে সেখানে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস। বক্তব্য রাখেন মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, ছাত্রলীগ সভাপতি আল মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এসআই রিংকু মাহমুদ, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, বেলাল উদ্দীন মানিক, সোহেল রানা, আতিয়ার রহমান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আশকার আলী।