চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে পবিত্র শবেবরাত পালিত

স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে সৌভাগ্য ও ক্ষমাপ্রাপ্তির রজনী পবিত্র শবেবরাত পালিত হয়েছে। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘শবেবরাত’ হিসেবে পালিত হয়। এ বছর শুক্রবার রাতে বাংলাদেশে শবেবরাত পালিত হয়। দেশব্যাপী বাসা-বাড়ির পাশাপাশি মসজিদে-মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি আর দোয়ার মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়। রাতভর বিভিন্ন মসজিদে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও দোয়ার পাশাপাশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মুসল্লিরা। মুসলমানদের শবে বরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আরবি ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ আমাদের এ অঞ্চলে শবে বরাত নামে প্রসিদ্ধ। ‘শবে বরাত’ এই শব্দ-যুগল ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ মানে রাত, ‘বরাত’ মানে মুক্তি। আরবি শব্দ ‘বারাআত’র অর্থও মুক্তি। তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত। বিশ্বাস করা হয়, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য রাতটি উপযুক্ত এবং পুরো বছরের জন্য তাদের সৌভাগ্য নির্ধারণ করে দেয়। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নানা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। শুক্রবার রাতভর জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। গভীর রাতে ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর দরবারে হাত তুলে পাপ মোচনের আকুতি জানান কেউ কেউ। এই রাতে বিপুলসংখ্যক মুসল্লি কবরস্থানে গিয়ে স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।