স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার ইসরাইল হোসেন বিটুলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিটুলের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের স্বজনরা জানায়, মাঝেরপাড়ার জিতুয়ার রহমানের ছেলে ইসরাইল হোসেন বিটুল (৪৫) এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে পৌছুলে পেছন থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বিটুলকে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। পরে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র চাপাতি উদ্ধার করে পুলিশ।