স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কচি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। নিজ কার্যালয়ে অসুস্থতা বোধ করলে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মধ্যরাতে তাকে নিজবাড়িতে নেয়া হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সুস্থতা বোধ করছিলেন।
রাজীব হাসান কচিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, রক্তের উচ্চ চাপজনিত সমস্যার কারণে তিনি অসুস্থতা বোধ করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি সরদার আল আমিন দ্রুত হাসপাতালে ছুটে যান। চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। সমকাল প্রতিনিধি খায়রুল ইসলাম, সময় টিভি প্রতিনিধি মাহফুজ মামুন, বিজয় টিভি প্রতিনিধি পলাশ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। মধ্যরাতে সুস্থতা বোধ করলে রাজীব হাসান কচিকে তার দৌলাতদিয়াড়স্থ নিজবাড়িতে নেয়া হয়।