চুয়াডাঙ্গা পৌর বিএনপির জরুরিসভা অনুষ্ঠিত সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর বিএনপির সকল ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় শহরের কোর্ট মোড়ে পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে সভার সভাপতি এবং নেতাকর্মীরা বক্তব্য দেন। তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্মসম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি ইনতাজ আলী, খাইরুল ইসলাম, আবুল হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব আশাদুল হক জোয়ার্দ্দার আলো। এছাড়াও নিজ নিজ এলাকার পরিস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি নিয়ে আলোচনা করেন পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি কুদ্দুস মহলদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদুল করিম পল্লব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দ্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মিলন হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পি।
বক্তারা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের সেবা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দলের উন্নয়নে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘শরীফুজ্জামান শরীফ আগেই বলেছেন, চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছরে কোথাও চাঁদাবাজি করেনি। নেতাকর্মী নিজের জমির ফসল বিক্রির টাকায় রাজনীতি করেছেন। তাদের সেই ত্যাগ দলের প্রতি ভালোবাসা কোনো নেতা যদি বিফল করার পাঁয়তারা করে দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আর যদি কোনো নেতাকর্মী এমন অন্যায় করে বসেন যা সংবিধান অনুযায়ী বিচারযোগ্য তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও পিছুপা হওয়া যাবে না। কারো অপরাধের দ্বায় দল নেবে না, সেই দ্বায় তাকেই নিতে হবে। কারণ বিএনপি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মানুষের কল্যাণের জন্য পরিচালিত হয়, কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়। এ সময়, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন। দলের ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করাতে আহ্বান জানান।