স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুনছুর আলী মনো ডালিম প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান ইভিএমএ ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ, এনএসআই, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ১নং ওয়ার্ড নির্বাচনে মোট ৮ হাজার ৩ ভোটের মধ্যে ৫ হাজার ২৬৩ ভোট পোল হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৫ দশমিক ৭৬ ভাগ। এ নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি।
নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মুনছুর আলী মনো ১ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীকের গোলজার হোসেন পিন্টু পেয়েছেন ১ হাজার ১১৯ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্ক্রু ড্রাইভার প্রতীকের কামরুন নাহার ১ হাজার ১০৬ ভোট, টেবিল ল্যাম্প প্রতীকের জাহাঙ্গীর আলম ৫৩৬ ভোট, ব্রীজ প্রতীকের আলমগীর হোসেন ৪৭৪ ভোট, পাঞ্জাবি প্রতীকের মোমিনুর রহমান ৯৪ ভোট, গাজর প্রতীকের জয়নাল আবেদীন ৬১ ভোট, উটপাখি প্রতীকের আব্দুল মালেক ৫৬ ভোট এবং রমজান আলী চান্দু ৪৩ ভোট পেয়েছেন।
জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী মুনছুর আলী মনো বলেন, নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাচ্ছি। ১নং ওয়ার্ডের উন্নয়নে স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু নির্বাচন চলাকালীন মৃত্যুবরণ করলে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।