স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১২, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ইভিএম’র মাধ্যমে আগামী ২৮ ডিসেম্বর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ১২ জন হলেন, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, বিএনপি নেতা মজিবুল হক মালিক মজু, যুবদল নেতা শরিফ উর জামান সিজার, অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, অ্যাড. মনিবুল হাসান পলাশ, মুনজুরুল জাহিদ, শরিফ হোসেন দুদু, আক্তারুজ্জামান-বিএনপি, ইসলামী আন্দোলনের প্রার্থী তুষার ইমরান এবং তানভীর আহমেদ মাসরিকী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মালিক হারুন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিমুল, বিএনপি নেতা মশাল, ওহাব, শাহা আলম, পান্না, জেলা যুবদলের সহসভাপতি সোহেল আহম্মেদ মালিক সুজন, দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিক, সহ-কোষাধ্যক্ষ অমিত হাসান, ক্রীড়া সম্পাদক তাহনাফ শাহরিয়া মনি, সহ-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন প্রমুখ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসম্পাদক মুনজুরুল জাহিদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৩জন এবং ৩নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৮জন, ২নং ওয়ার্ডে ৮ জন, ৩নং ওয়ার্ডে ৯ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৮জন, ৬নং ওয়ার্ডে ১০ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৬ জন এবং ৯নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চুয়াডাঙ্গা পৌরসভার মোট ভোটার ৬৭ হাজার ৭৭৪ জন। এরমধ্যে ১নং ওয়ার্ডে ৭ হাজার ৯৯৮ জন, ২নং ওয়ার্ডে ৭ হাজার ৯০০ জন, ৩নং ওয়ার্ডে ৬ হাজার ১৫২ জন, ৪নং ওয়ার্ডে ৬ হাজার ৩৭০ জন, ৫নং ওয়ার্ডে ৭ হাজার ৫১৯ জন, ৬নং ওয়ার্ডে ৮ হাজার ৬০২ জন, ৭নং ওয়ার্ডে ৮ হাজার ৪৯৮ জন, ৮নং ওয়ার্ডে ৭ হাজার ৬৭৫ জন এবং ৯নং ওয়ার্ডে ৭ হাজার ৬০ জন। নির্বাচনে ৩৩ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে প্রার্থীরা ব্যক্তিগত ব্যয় ৩০ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় ৪ লাখ করতে পারবেন। ওয়ার্ডের ক্ষেত্রে প্রার্থীরা ব্যক্তিগত ব্যয় ৫-৭ হাজার টাকা এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন। কাউন্সিলর পদে ৫০ হাজার টাকা এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ লাখ টাকা নির্বাচনী ব্যয় করতে পারবেন। মেয়র পদে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র পদে ১০০ জনের স্বাক্ষর করে মনোনয়নপত্র জমা দিতে হবে। কাউন্সিলর পদে প্রতীকের কোনো প্রয়োজন হবে না। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ জানান, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ২৮ ডিসেম্বর ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।