স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় পদপদবি ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সাথে অসদাচরণ এবং দলের শৃঙ্খলা বর্হিভূত কর্মকা- পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হলো।