চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মুক্তারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন মামলাটি গ্রহণ করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) স্বয়ং তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ প্রদান করেছেন। জানা গেছে, গত ৩০ জানুয়ারি চুয়াডাঙ্গা পৌরএলাকার আরামপাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভার চেয়ারম্যান দাউদ আলীর ছেলে অ্যাড. মনিবুল হাসান পলাশ এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা আরামপাড়ার শওকত টিটির বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাদী মনিবুল হাসান পলাশ ও তার স্ত্রী নাসরীন আরা খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাস্তায় থাকা পাথরে সিøপ কেটে পড়ে যান। এতে বাদী ও তার স্ত্রী নাসরীন আরা খাতুন আঘাতপ্রাপ্ত হন এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে চিকিৎসা বাবদ খরচ হয় এবং মানষিকভাবে ২০ লাখ টাকা ক্ষতি হয়। প্রকাশ্য রাস্তায় জনসাধারণের অসুবিধা সৃষ্টিকারী ক্ষতিকর পাথর ও বালু রেখে পৌরসভার কর্মকর্তারা বাদী ও জনসাধারণের উপদ্রব সৃষ্টি করেছেন। সে কারণে আদালতে মামলা দয়ের করা হয়েছে।