চুয়াডাঙ্গা নতুন ভান্ডারদহের রিয়াজ গাঁজাসহ র‌্যাবের হাতে আটক

বাজার গোপালপুর প্রতিনিধি: সাড়ে নয়’শ গ্রাম গাঁজাসহ র‌্যাব-৬’র হাতে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের নতুন ভান্ডারদহের রিয়াজ আলী (১৯) আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়।

সিপিসি-২ জানায়, র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা সদর সরোগজ্ঞের নতুন ভান্ডারদহের আবু তালেব মিয়ার ছেলে রিয়াজ আলী গাঁজাসহ নিজ বাড়ির পাশে পাঁকা রাস্তার ওপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে নয়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামি রিয়াজকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)
Add Comment