চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মামুন দুই কেজি গাঁজাসহ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মামুন-অর-রশিদ মামুনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাসনহাটি গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মামুন (২১) চুয়াডাঙ্গা শহরতলি দৌলাতদিয়াড়ের মানিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাসনহাটি গ্রামের পূর্বপাড়া তিন রাস্তার মোড় এলাকায় চায়ের দোকানের সামনে থেকে মামুন-অর-রশিদ মামুনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment