চুয়াডাঙ্গা থেকে বাইসাইকেল চুরি : দর্শনা থেকে চোর আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার একটি বাসা থেকে বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটে। গতকাল রাতেই অভিযুক্ত ইমরান ওরফে ইয়াছিনকে (২৫) আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইসাইকেলটি। চুরির ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটককৃত ইমরান ওরফে ইয়াছিন দর্শনার মোবারকপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার একটি বাসার গেইটের সিটকিনি কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে ইমরান। ওই বাড়ির গ্যারেজে থাকা একটি বাইসাইকেল চুরি করে দ্রুত সটকে পড়ে সে। চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ফুটেজ দেখে ইমরানকে শনাক্ত করে দর্শনার মোবারকপাড়া বাসিন্দারা। পরে তাকে আটকে রেখে খবর দেয় পুলিশকে। দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তি ও বাইসাইকেলটি থানা হেফাজতে নেয়। রাতেই তাকেকে দর্শনা থানা থেকে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী সোহানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।