চুয়াডাঙ্গা তিতুদহে বিএনপি নেতা রফিকুল হত্যার সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তিতুদহ ইউনিয়ন বিএনপি ও গ্রামবাসীর আয়োজনে গতকাল সোমবার সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আ.লীগের দোসর দ্বারা নিহত তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিককে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএনপির সহসভাপতি মশিউর রহমান মিলন, দর্শনা থানা বিএনপির ক্যাশিয়ার আশকার আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা মাস্টার, তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুজ্জোহা মুকুল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন হোসেন, ইলিয়াস আহম্মেদ পিন্টু, আলতাপ, মাহফুজুর রহমান সেন্টু, জাকির, সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নিহতের স্ত্রী অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের মাধ্যমে তাদের ফাঁসির দাবি উত্থাপন করেন। সেই সাথে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের আশা ব্যক্ত করেন। তারা আরো বলেন এমন শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কোন অপরাধী অপরাধ করার সাহস না পায়।