দর্শনা অফিস: দর্শনা থানা এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দর্শনা থানাপাড়া এফডব্লিউসি, দর্শনা রামনগর উপস্বাস্থ্য কেন্দ্র অথবা দর্শনার সুবিধাজনক স্থানে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেছে লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর আজিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সাথে মতবিনিময় করেন। এ সময় দর্শনা থানা এলাকায় মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ ও দর্শনার উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন নেতৃবৃন্দ। পরে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. হাদি মোহাম্মদ জিয়া উদ্দিনের সাথে দর্শনার সুবিধাজনক স্থানে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবার, দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর আজিজুর রহমান, সাধারণ সম্পাদক দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সহ-সভাপতি কালাম উদ্দিন আহমেদ সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জান্টু, ওয়েব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার (লোকমোর্চা) আব্দুল আলিম সজল, জেলা লোকমোর্চার সদস্য সাংবাদিক রেজাউল করিম লিটন, শেখ লিটন, দর্শনা থানা লোকমোর্চার সদস্য শাহ জামাল, সাংবাদিক মাহমুদ হাসান রনি, আরিফ হাসান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রমুখ।