চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভা সফল করতে যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভা। এ জনসভা সফল করতে চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আসান শেখ, সহ-কোষাধ্যক্ষ অনিক হাসান মালিক, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, পল্লী ও সমবায় সম্পাদক আক্কাস আলী, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, সদস্য ইমদাদুল হক ইমদাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, হামিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক সোলায়মান হক, জনি বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, চুয়াডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল বেলাল প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, জেলা বিএনপির জনসভা সফল করতে যুবদল নেতাকর্মীদের বেলা ৩টার মধ্যে কালেক্টরেট স্কুলের সামনে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়।