চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভা সফল করতে দামুড়হুদার নতিপোতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভা সফল করতে দামুড়হুদার নতিপোতায় প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতিপোতা বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু। সভায় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল ইসলাম, নতিপোতা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ, বিএনপি নেতা সদর উদ্দিন, আসলাম হোসেন, নতিপোতা ইউনিয়ন কৃষকদল নেতা আবুল হাশেম, জামশেম আলী, আজিজ কিবরিয়া, যুবদল নেতা বাবলুর রহমান, মাসুদ রানা, পারভেজ আলী, সাব্বির রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কামরুজ্জামান টুনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনও নানা ষড়যন্ত্র করছে। তাদের সব চক্রান্তের মোকাবেলা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জেলা বিএনপির জনসভা সফল করতে সব ধরণের প্রস্তুতি নিতে হবে।