চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনলাইন পশুহাট চালু : ক্রেতা-বিক্রেতা বাড়ি বসেই করবেন কেনা-বেচা

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতিতে খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে ‘কোরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করেছে সরকার। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুনিরা পারভীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য এ ডিজিটাল হাটের ব্যবস্থা করা হয়েছে। এ হাটে ক্রেতারা ঘরে বসেই গরুর ছবি ও ভিডিও দেখার ও লাইভ ওজন জানার সুযোগ পাবেন। একইসাথে তিনি গরু চাষি, খামারি বা ব্যাপারীদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। এরপর নির্দিষ্ট স্থান থেকে অথবা হোম ডেলিভারির ভিত্তিতে অর্থের বিনিময়ে গরু সংগ্রহ করতে পারবেন।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে অনলাইনে পশু কেনাবেচার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। ‘আর নয় হাটে গমন, ঘরে বসেই পশু ক্রয়-বিক্রয় করুন’ এই লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনলাইনভিত্তিক এই পশু বিক্রির আয়োজন করা হয়। ফলে অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় ভিড় এড়িয়ে ঘরে বসেই উপযুক্ত মূল্যে সরাসরি ক্রেতার কাছে পশু বিক্রি করা যাবে। কোনরকম ঝামেলা ছাড়াই পশু বিক্রি করতে ‘অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা’ ফেসবুক পেইজে আপলোড করতে হবে।
অনলাইনের মাধ্যমে পশু বিক্রি করতে যা যা তথ্য দিতে হবে: বিক্রেতার নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নং, পশুর বয়স, পশুর গায়ের রঙ, পশুর আনুমানিক ওজন, বিক্রয় মূল্য, পশুর ছবি বা ছোট ভিডিও। অথবা বিক্রেতা নিজেই সরাসরি পেইজে আপলোড করতে পারবেন বা স্থানীয় ইউডিসিতে গিয়ে সহযোগিতা নিতে পারবেন কিংবা firoz.bcs.adm@gmail.com এই ই-মেইলে পাঠাতে পারেন। ফেসবুক পেইজে পশুর তথ্য আপলোড করার ক্ষেত্রে ফরমেট ব্যবহার করতে হবে। তা হলো- গরু/ ছাগল, উপজেলার নাম, ইউনিয়নের নাম, গ্রাম/ মহল্লা, স্টকে থাকা/বিক্রি শেষ, পশু সংক্রান্ত তথ্য।
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ক্রেতারা হাটে না গিয়ে সরাসরি বিক্রেতার কাছে থেকে সুলভ মূল্যে পছন্দসই পশু বেছে নিতে পারবেন। ক্রেতারা ভিজিট করতে পারেন ‘অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা’ এই ফেইসবুক পেইজটিতে। পশু ক্রয় বা বিক্রয় শেষে পুনরায় জানাতে হবে। এছাড়া যে কোন সহযোগিতার জন্য ০১৬৭৮৭১২১০০, ০১৭১০৫০৯৪৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments (0)
Add Comment