স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপিল বোর্ডে সদস্য পদে দুই প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং দুই প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৯টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম এ আদেশ ঘোষণা করেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের প্রতিনিধি হিসেবে সহকারী রিটানির্ং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপীলে প্রার্থীতা ফিরে পেয়েছেন ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (চুয়াডাঙ্গা সদর) বুড়োপাড়ার আব্দুর রউফ এবং ২ নং ওয়ার্ডের (আলমডাঙ্গা উপজেলা) মুন্সিগঞ্জের মো. খলিলুর রহমান।
আপিল বোর্ডে প্রার্থীতা ফিরে পাননি ১নং ওয়ার্ডের (চুয়াডাঙ্গা সদর) সদস্য পদপ্রার্থী মো. মিরাজুল ইসলাম কাবা এবং ২নং ওয়ার্ডের (আলমডাঙ্গা উপজেলা) এএইচএম মোয়াজ্জেম ।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের (জীবননগর উপজেলা ) সদস্য প্রার্থী মাহবুবুবর রহমান ছটকু’র মনোনয়নপত্র বাতিল হলেও আপিল বোর্ডে তিনি মনোনয়নপত্র ফিরে পেতে আপিল করেননি।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে বেলা ১০টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ দায়িত্ব পালন করছেন। নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার সকল পৌরসভা, চার উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদেও ৫৬৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান প্রদান করবেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ২টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১০জন এবং চারটি সদস্য পদে ১৪ প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের কাছে টিকে যান।