স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপর ২টা পর্যন্ত আলমডাঙ্গার হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আলমডাঙ্গার ব-বিল গ্রামের আবু ছিদ্দিক টেগর (অটোরিকশা), যাদবপুর গ্রামের আসাদুল ইসলাম (হাতি), কুমারী গ্রামের আব্দুর রাজ্জাক ফারাজী (তালা), বৈদ্যনাথপুর গ্রামের মিজানুর রহমান (টিউবওয়েল) এবং হারদী গ্রামের তাজনুর রহমান (বৈদ্যুতিক পাখা)।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ড আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া, হারদী ও কুমারী ইউনিয়ন নিয়ে গঠিত। এ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য মোট ৩৯ জন ভোটার রয়েছে। এ ৩৯ জন ভোটারই তাদের ভোটে সদস্য নির্বাচিত হবে।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠা-ু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।