সভাপতি খাজা উদ্দীন ও সাধারণ সম্পাদক মাহাবুল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন-২০২২ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে খাজা উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে মাহাবুল ইসলাম বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কমিশনার অ্যাড. আসলাম উদ্দীন নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন অ্যাড. আসাদুজ্জামান মিল্টন ও শাহিন আকতার।
নির্বাচনে অন্যান্য পদে ৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম, দফতর সম্পাদক পদে সাইদুর রহমান কলি, সদস্য পদে আশরাফুল আলম, মজনুর রহমান, বহুলাল হাসান ও শহীদুল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে খাজা উদ্দীন ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিয়ার রহমান ৫৬ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মাহাবুল ইসলাম ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন এবং কামাল হোসেন ৫৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সহকারী সমিতির আহবায়ক হিসেবে দবির উদ্দীন, সদস্য হিসেবে হাবিবুর রহমান ও আমিরুল ইসলাম দায়িত্ব পালন করেন।
নব-নির্বাচিত সভাপতি খাজা উদ্দীন ও সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম বলেন, নির্বাচনে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত : গত অক্টোবর মাসে জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়।