স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের হলরুমে এ সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় ওকালতনামার মূল্যবৃদ্ধিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আবদুর রশিদের সভাপতিত্বে সাধারণসভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার। সভায় আলহাজ মো. মোসলেম উদ্দিন, এসএম রফিউর রহমান, আলহাজ মো. সেলিম উদ্দিন খান, আলহাজ মো. আব্দুস সামাদ, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, মুন্সী মো. শাহজাহান মুকুল, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মহ: শামসুজ্জোহা, ফজলে রাব্বী সাগর, মোসলেম উদ্দিন (২) এবং শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সাধারণসভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সহ-সভাপতি মামুন আক্তার এবং অডিট রিপোর্ট উপস্থাপন করেন কমিটির আহবায়ক শহিদুল হক।
সাধারণ সভায় ২০২০ সালের ১ কোটি ১০ লাখ টাকার আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন, ২০১৯ সালের অডিট প্রতিবেদন অনুমোদন এবং ওকালতনামার দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়। হাজিরা ও ফিরিস্তির দাম ১০ টাকা অপরিবর্তিত রয়েছে।
সভার সভাপতি মোল্লা আব্দুর রশিদ বলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গঠনতন্ত্র সংশোধন পরে হবে। আপনারা লিখিতভাবে মতামত দিতে পারবেন।