চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের প্যানেলের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির-২০২১ সালের বার্ষিক নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের নেতৃত্বাধীন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণ প্যানেল মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ অ্যাড. এমএম মনোয়ার হোসেন। আগামী ২৭ নভেম্বর শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাধারণ সম্পাদক মইনউদ্দীন মইনুল, সহসভাপতি পদে আব্দুল খালেক ও এখলাছুর রহমান কাজল, যুগ্ম-সম্পাদক পদে এসএম হুমায়ুন কবির ও মাসুদ পারভেজ রাসেল প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী ৯টি সদস্য পদে মাসুদুর রহমান, হারুন-অর-রশিদ বাবলু, হুমায়ুন কবীর মামুন, রুবিনা পারভীন রুমা, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, মেহেদী হাসান নয়ন, জহুরুল ইসলাম ও হাসিবুল ইসলাম ইব্রাহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দীন, শাহাজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, আলী হোসেন, সিরাজুল ইসলাম (১), শামিম রেজা ডালিম, আ.স.ম আব্দুর রউফ, আকরাম হোসেন, আনছার আলী, রফিকুল ইসলাম (১), মঞ্জুর হোসেন, হানিফ উদ্দিন, এসএনএ হাশেমী, মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, বদিউজ্জামান, মোশাররফ হোসেন, আহসান আলী, জামাল উদ্দীন, আব্দুল্লাহ আলম মামুন, শাহজামাল জামাল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৮ অক্টোবর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ১৭৫ জন।

Comments (0)
Add Comment