চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মৃত্যুপরবর্তী প্রাপ্য প্রদান

প্রয়াত সিনিয়র আইনজীবী রবগুলের পরিবার পেল ২৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের পরিবারকে মৃত্যু বেনভেন ফা- এর আর্থ দেয়ার ধারাবাহিকতায় এবার প্রয়াত সিনিয়র আইনজীবী রবগুল হোসেনের পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত রবগুল হোসেনের স্ত্রী ও স্বজন ডা. বেলাল ২৫ লাখ টাকার চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী বলেন, ‘আমাদের সহকর্মীরা শুধুমাত্র পেশাগত অংশীদার নন, তারা আমাদের পরিবারের মতো। তাদের প্রয়াণ আমাদের জন্য বেদনার, তবে পরিবার যেন আর্থিক অনিশ্চয়তায় না পড়ে, সেটি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘সমিতির সদস্যদের নিয়মিত চাঁদার ভিত্তিতেই এই অনুদান ফা-ের অর্থ প্রদান করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও প্রয়াত সদস্যদের পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আশরাফ আলী, অ্যাড. এস.এম. রফিউর রহমান, অ্যাড. সেলিম উদ্দিন খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মরুফ সরোয়ার বাবু, অ্যাড. বজলুর রহমান, বিশেষ পিপি অ্যাড. মুন্সী শাহাজাহান মুকুল, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ, অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন (আসলাম), অ্যাড. রফিকুল আলম, জিপি অ্যাড. আব্দুল খালেক, অ্যাড. আকবর আলী, অ্যাড. এস.এম হুমায়ন কবীর, অ্যাড. মসিউর রহমান, অ্যাড. রুবিনা পারভীন, অ্যাড. আসিকুর রহমানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা। উল্লেখ্য, প্রয়াত রবগুল হোসেন চুয়াডাঙ্গা জেলা বারে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের মাঝে শ্রদ্ধার পাত্র ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।