চুয়াডাঙ্গা জালশুকার সজিবের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জালশুকা গ্রামের প্রভাবশালীর ছেলে সজিবের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিচারের আশায় সমাজপ্রতিদের দ্বারে দ্বারে ঘুরেও পায়নি বিচার। উপায়ান্ত না পেয়ে অবশেষে ধর্ষণের বিচার চেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছে ধর্ষণের শিকার কলেজছাত্রী।

অভিযোগ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা ঈদগাপাড়ার গোলাম রসুলের ছেলে সজিব (২৩) প্রায়সময় তাদের বাড়ির পাশ দিয়ে যাতায়াতকালে জনৈক এক কলেজছাত্রীকে (২০) উত্ত্যাক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। একদিন সুযোগ পেয়ে কলেজে যাবার সময় কলেজ ছাত্রীকে তার বাড়ির মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি ধামকি দেয় সজিব। এরপর থেকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রায়সময় কলেজছাত্রীর দেহভোগ করতে থাকে সজিব। একপর্যায় কলেজছাত্রী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। গর্ভের সন্তান নষ্ট না করলে বিয়ে করবে না বলে ছাত্রীকে জানায় সজিব। সজিবের কথায় বিশ্বাস করে তার দেয়া ট্যাবলেট খেয়ে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে সে। তারপর থেকে বিয়ের কথা তুললেই নানারকম টালবাহানা শুরু করে দেয় সজিব। সর্বশেষ ১৯ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে আবার কলেজ ছাত্রীকে ধর্ষণ করে সজিব। বিষয়টি জানাজানি হলে গত ২৫ ডিসেম্বর রাতে সামাজিকভাবে সমাধানের চেষ্টা চালায় কলেজ ছাত্রীর পরিবার। তাতেও কোনো সুরাহা হয় না। কোনো উপায়ান্ত না পেয়ে গত পরশু মঙ্গলবার কলেজছাত্রী পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে ন্যায় বিচার চেয়ে পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত সজিবের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Comments (0)
Add Comment