চুয়াডাঙ্গা জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় রুহুল আমিন

শাখাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় জেলা আমির রুহুল আমিন বলেন, শাখাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় পৌর জামায়াতের কার্যালয়ে সভাপতির বক্তব্যে জামায়াত আমির রুহুল আমিন এ কথা বলেন। মাসিক সাংগঠনিক সভায় গত মাসের রিপোর্ট গ্রহণ ও পর্যালোচনা করা হয়। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ। জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মমদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক। সভায় জেলার ৮টি সাংগঠনিক থানার সকল আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় চুয়াডাঙ্গা মুক্তমঞ্চে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।