স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জামায়াতের বাছাইকৃত কর্মী প্রশিক্ষণে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জেলা আমির রুহুল আমিন বলেছেন আধুনিক বিশ্বে দেশ পরিচালনায় জ্ঞানের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, একজন রুকনের কমপক্ষে পাঠাগারে ৬০টি বই থাকতে হবে। গতকাল শনিবার সকাল ৯টায় বেগনগর বিলাল কিন্ডারগার্টেনে চুয়াডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মী প্রশিক্ষণে জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির এ কথা বলেন।
বিশেষ অতিথি উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, ইউনিট গঠনে কর্মীর ভূমিকা এ বিষয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের ওপর বক্তব্য রাখেন জেলা তা’লিমুল কুরআন পরিচালক মাওলানা মহি উদ্দিন।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসাইন, জীবননগর উপজেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক সাইদুল ইসলাম, দর্শনা থানার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাজিবুল ইসলাম, গাংনী- আসমানখালী সাংগঠনিক শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আলতাফ হুসাইন।
এদিকে বিকেলে সাড়ে ৫টায় দামুড়হুদা নতিপোতা ইউনিয়ন জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ উদ-দৌলা টিটন ও সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, মঞ্জুরুল করিম লাভলু, মিরাজুল ইসলাম, আবদুল ওহাব, আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম সাদ্দাম নাঈমুর রহমান, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রাশেদুল ইসলাম।
অন্যদিকে এর আগে সৌদিয়ান রিসোর্ট লোকনাথপুর দামুড়হুদা চুয়াডাঙ্গা ফোরাম আব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম আব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) ঢাকা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল। আরও যারা উপস্থিত ছিলেন খলিলুর রহমান, প্রকৌশলী আব্দুল মজিদ, মোসাব্বেরুজ্জামান, কাজী রফিকুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শফিউল্লাহ।