চুয়াডাঙ্গা কুতুবপুরে টিসিবির পণ্য বিক্রি

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার ফ্যামিলি কার্ডধারী ২ হাজার লোকজনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি হয়। টিসিবির পণ্য বিতরণের সময়ে সরজমিনে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসক নাজমুল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, কুতুপুর ইউপি সচিব জিয়াউর রহমান, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টিসিবি ডিলার ইব্রাহিম লস্কর, সরোজগঞ্জ ক্যাম্প টু আইসি ইব্রাহিম হোসেন, উদ্যোক্তা ওবায়দুর রহমান, হিসাব সহকারী সাহেদ সারোয়ার। এ সময় ২৭০ টাকার প্যাকেজ, দুই কেজি মশুরির ডাল ৫ কেজি চাল, ফ্যামিলি কার্ড ২ হাজার জনের মধ্যে বিক্রি করা হয়।