স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশনসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর থানাধীন পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮শ’ ৯৬ অ্যাম্পুল নিষিদ্ধ ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন-দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের গাতিরপাড়ার মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে কলম আলী মন্ডল ওরফে কল্লোল (৪৩), আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের গোরস্তানপাড়ার মৃত হারেজ মালিথার ছেলে মোহাম্মদ মালিথা (৫২) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪৫) এবং সদর উপজেলার বোয়ালমারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে পলাশ মালিথা (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর আলী, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম ব্রিজ মোড় এলাকায় অভিযান চালান। অভিযানকালে একটি হোটেলের পাশ থেকে আটক করা হয় কলম আলী কল্লোলকে। তার দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ৩৬৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে সন্ধ্যা ৭টার দিকে একই এলাকা থেকে আটক করা হয় মোহাম্মদ মালিথা ও তার স্ত্রী হাজেরা খাতুনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩২০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলাসহ তিনজনকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একই টিম অভিযান চালায় সদর উপজেলার বোয়ালমারি গ্রামে। এ সময় নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয় পলাশ মালিথাকে। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২১০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।