চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু বোঝায় লাটাহাম্বার উল্টে আহত আক্কাচ মারা গেছে

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু বোঝায় লাটাহাম্বার উল্টে আহত আক্কাচ মারা গেছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাজরাহাটি মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু বোঝায় স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার উল্টে আহত পারকৃষ্ণপুর গ্রামের আক্কাচ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, নিহতের নিকট আত্মীয়দের আজাহরিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। দুটি শিশু সন্তান নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছে নিহত আক্কাচের স্ত্রী। গত সোমবার ৮টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ে গরু বোঝাই লাটাহাম্বারকে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে চুয়াডাঙ্গার ডুগডুগি গরু হাট থেকে গরু বেচাবিক্রি শেষে ১০/১২ জন গরু ব্যবসায়ী গরু নিয়ে স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার যোগে বাড়িতে ফিরছিলেন। গত পরশু সোমবার রাত রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটির মোট নামক স্থানে আসলে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে লাটাহাম্বারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। লাটাহাম্বার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এ সময় আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের আসান আলীর ছেলে গরু ব্যবসায়ী আক্কাচ (৪০), গোয়ালবাড়ি গ্রামের আসান ম-লের ছেলে গরু ব্যবসায়ী মুক্তার (৪৫) ও কলম (৪০), বোয়ালমারী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে গরু ব্যবসায়ী উজির (৪০), গোয়ালবাড়ি গ্রামের ছাত্তার আলীর ছেলে গরু ব্যবসায়ী হালিমসহ (৪০) কয়েকজন আহত হয়। তাদের উদ্বার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। গতকালই পারকৃষ্ণপুর গ্রামের করবস্থানে আক্কাচ আলীর দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে গ্রামসূত্রে জানা গেছে।

Comments (0)
Add Comment