স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পরিস্থিতি ধরে রাখার লক্ষে কর্তব্যরতদের নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের উর্ধ¦গতি রোধসহ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর যে চ্যালেঞ্জ তা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফল হতে হবে।
রোববার সকল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনেকে সরারসারি যোগ দিলেও অধিকাংশকেই ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, ৬ বিজিবির অধিনায়কের প্রতিনিধি সেকেন্ড ইন কমান্ড, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক, আলমডাঙ্গা পৌর মেয়র, নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি, জেলা জাসদ সেক্রেটারি অ্যাড. আকসিজুল ইসলাম রতনসহ অনেকেই অভিমত ব্যাক্ত করেন। আলোচকদের আলোচনায় ঘুরে ফিরেই করোনা সংক্রমণ রোধে সরকারের নিদের্শনা সমূহ যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বলা হয়, মসজিদে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায়ে ইমামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক হওয়া খুবই জরুরী হয়ে পড়েছে। বিশেষ করে আসন্ন পবিত্র রমজানে তারাবি নামাজ এবং ইফতারির সময় স্বাস্থ্য বিধি তথা সামাজিক দূরুত্ব বজয় রাখতে না পারলে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে সমাজ। ফলে সকলকেই এ বিষয়ে আন্তরিক হওয়ার পুনঃ পুনঃ অনুরোধ জানানো হয়। যারা মসজিদে মাস্ক পরতে আগ্রহী নন তাদেরকে মাস্কের গুরুত্ব বুঝিয়ে সামাজিক দূরুত্ব বজয় রাখার জন্য ইমামদেরই অধিক দায়িত্ব পালন করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গত সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কার্যবিবরণী উপস্থাপন করেন। গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলার আইন শৃঙ্খলা ভালো ছিলো। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি চলমান প্রক্রিয়া, সেহেতু কর্তব্যরত সকলকে সব সময়ই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলা হয়, সকলে নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক হলে চলমান পরিস্থিতি ধরে রাখা সম্ভব হবে।