চুয়াডাঙ্গায় ৮টি ইটভাটা বাদে অবৈধ সকল ইটভাটা আজ থেকে শার্টডাউনে যাচ্ছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৮টি ইটভাটা বাদে অবৈধ ৮৮টি ইটভাটা আজ থেকে শার্টডাউনে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশে সকল অবৈধ ইটভাটা বন্ধ এবং ইটভাটায় কাঠের ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা বিভাগীয় কমিশনার কর্তৃক চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি তারিখের প্রদত্ত আদেশ ও ২৪ ফেব্রুয়ারি তারিখের নির্দেশনা অনুযায়ী ও বিভাগের সকল অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে। এমতাবস্থায় আগামী ৭ মার্চের মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিনা ব্যর্থতায় তার জেলার অধীন সকল অবৈধ ইটভাটা বন্ধ এবং ইটভাটায় কাঠের ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও যেসকল ইটভাটা নিয়ে মামলা চলমান রয়েছে সেসকল মামলার তালিকা খুলনা বিভাগীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ^াস জানান, জেলায় মোট ইটভাটা রয়েছে ৯৬টি। এর মধ্যে জিগজাগ ইটভাটা ৬৫টি, ১২০ ফুটের চিমনি ৩০টি এবং ১টি অটো ইটভাটা রয়েছে। ২৬টি ইটভাটার ছাড়পত্র ছিলো। এর মধ্যে ৮টি ইটভাটা নবায়ন করেছে। ১৮টি ইটভাটা বন্ধ আছে। এর মধ্যে জিগজাগ ১৫ টি এবং ৩টি কাঠের ইটভাটা। বিগত ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে ইটভাটা মালিক সমিতির সাথে জেলা প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় ইটভাটা মালিকারা ৫ মার্চে অবৈধ সকল ইটভাটা শার্টডাউন করবেন বলে প্রতিশ্রুতি দেন। যদি সরকারি নির্দেশনা মেনে না চলেন ইটভাটা মালিকরা তাহলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।