স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এই সেøাগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ৫৩তম জাতীয় আন্তঃস্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের টি-টেন বালিকা ক্রিকেটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে দামুড়হুদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেটে চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূর হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রিপা শাহরিয়ার, ভোলানাথ ম-ল, সাজিদ হাসান, হাসানুজ্জামান হাসান, সাবেক খেলোয়াড় জুয়েল মাহমুদ, মতিয়ার রহমান মিশর, শিপ্লব আহম্মেদ, ফাহিম উদ্দিন মুভিন প্রমুখ। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে ৩দিনব্যাপী অনুষ্ঠিত ৫৩তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।