চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

‘পাখিভ্যান’ এর সাথে ‘আলমসাধুর’ মুখোমুখি সংঘর্ষে এক ভাজা বিক্রেতা নিহত হয়েছে। রোববার সকালে জীবননগর শহরের দত্তনগর রোডের মাছ বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৬০) জীবননগর বাঁকা গ্রামের খোদা বকস্ মন্ডলের ছেলে।
পাখিভ্যান মোটর চালিত আর আলমসাধু শ্যালো চালত। যা স্থানীয়ভাবে তৈরি দুইটি যানবাহন। থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে আব্দুল মান্নান একটি পাখিভ্যান চালিয়ে দত্তনগর থেকে জীবননগর আসছিলেন। এ সময় জীবননগর মাছ বাজারের অদূরে বিপরীতমুখী মাছ বহনকারী একটি আলমসাধুর সাথে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।

 

Comments (0)
Add Comment