স্টাফ রিপোর্টার: অভিযুক্ত ব্যক্তি প্রাণীর ভুড়ির সঙ্গে ফুরাডন মিশিয়ে মাঠের বিভিন্ন স্থানে রেখে দেন। এসব বিষ মিশ্রিত ভুড়ি খেয়ে এখন পর্যন্ত পাঁচ থেকে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি, একটি পোষা কুকুরসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা গেছে। শেয়াল, গন্ধগোকুল, বেজি, পোষা কুকুরসহ বহু বন্যপ্রাণীকে খাবারের সাথে নিষিদ্ধ ফুরাডন বিষ মিশিয়ে হত্যা করেছে চুয়াডাঙ্গার এক কৃষক। বেশ কিছুদিন ধরে কৃষক ফারুক হোসেন তার ভুট্টার ক্ষেতে খাবারের সাথে বিষ মিশিয়ে প্রাণীগুলো হত্যা করে। মারা যাওয়া প্রাণীগুলো মাটি চাপা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দিননাথপুর গ্রামের নড়িতলামাঠে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে খুলনা থেকে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে আসছে। গতকাল রোববার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
চুয়াডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার নবীছদ্দিনের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে দীননাথপুর গ্রামের নড়িতলামাঠে ফসল চাষ করেন। তার ক্ষেত ও আশপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণী চলাচল করে।
তিনি আরও জানান, ফারুক মনে করেন বণ্যপ্রাণীরা তার ক্ষেতের ফসলের ক্ষতি করে। তাই তিনি প্রাণীর ভুড়ির সঙ্গে ফুরাডন মিশিয়ে মাঠের বিভিন্ন স্থানে রেখে দেন। এসব বিষ মিশ্রিত ভুড়ি খেয়ে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যেতে থাকে। এখন পর্যন্ত পাঁচ থেকে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি, একটি পোষা কুকুরসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা গেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এ বন বিভাগের কর্মকর্তা। খুলনা বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল টিম চুয়াডাঙ্গায় এসেছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবে বলেও জানান ওই কর্মকর্তা।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। বন বিভাগ সহায়তা চাইলে একটি দল পাঠানো হবে। প্রাণী হত্যা করা অপরাধ। কেউ অন্যায় ভাবে এমন ঘটনা ঘটাতে পারবে না।’
পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি বিষ প্রয়োগ করে প্রাণীগুলো হত্যা করা হয়েছে। মাটি চাপা দেয়া হয়েছে প্রাণীগুলোকে। প্রাণী হত্যা বণ্যপ্রাণী আইনে অপরাধ। আমরা চাই অভিযুক্তকে দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’