স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় সাজ্জাত হায়দারের ১ বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিজ্ঞ বিচারক সাজেদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায়ের পর দ-িত আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়। সাজ্জাত হায়দার চুয়াডাঙ্গা সদর উপজেলার চ-িপুর গ্রামের তৈয়ব আলির ছেলে। সাজ্জাত পুলিশ কনেস্টেবল।
জানা গেছে, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের জেসমিন খাতুন যৌতুক নিরোধ আইনে স্বামী পুলিশ কনস্টেবল সাজ্জাদ হায়দারের বিরুদ্ধে আমলী আলমডাঙ্গা আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় আসামি বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতো। আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। যুক্তিতর্কও সম্পন্ন হয়। গতকাল রোববার বিকেলে এ মামলার রায় ঘোষণা করা হয় আসামির উপস্থিতিতে। চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান রায়ে আসামিকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ডদেশ দেন। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।