চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সমির আলী নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা মেরে সমির আলী (৩৬) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। নিহত সমির আলী চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের মামুন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসূত্রে জানা গেছে, সুমির আলী তার কাজে কুষ্টিয়ায় গিয়েছিলেন। মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ফিরছিলেন তিনি। বিকেল আনুমানিক ৪টার দিকে ঘোড়ামারা ব্রিজের নিকট পৌঁছুলে একটি ট্রাকের সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় সড়কের ধারে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে তার। লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যার দিকে মারা যান তিনি।

Comments (0)
Add Comment