চুয়াডাঙ্গায় মিলি বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাবেক এমপি সহিদুল ইসলামের কন্যা কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলির ব্যক্তিগত উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়িস্থ নিজ বাড়িতে থেকে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, মমিনুল ইসলাম, মুকুল বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, পৌর যুবদল সদস্য আব্দুল মালেক, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল হাফেজ আব্দুল কাদির সোহান, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, আশরাফুল, আশা মল্লিক, মতিউর রহমান, আত্তাব আলী, শরিফুল ইসলাম, কালু, রানা, লিখন, মালেক, আবু, সালাম পারভেজ প্রমুখ।