স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পৃথক সময় শহরের ভিন্ন দুটি স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ৭৬০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গা জিনতলা পাড়ার মৃত তাছের উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৪০), চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত খোকন আলীর ছেলে দিপু আলী (২২) এবং একই এলাকার অপুর স্ত্রী রিতা খাতুন (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গতকাল সোমবার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে বেলা ১১টার দিকে জেলা শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে আটক করা হয় জিনতলাপাড়ার আজিম উদ্দিনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। এদিকে বিকেল ৫টার দিকে একই টিম অভিযান চালায় শহরের হকপাড়ায়। এ সময় আটক করা হয় একই এলাকার দিপু আলীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার রিতা খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫শ’ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকেও ৬ মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তিনটি পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।