স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘ নামে একটি সামাজিক ও মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ১১ মহিলা আইনজীবী সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগঠনটির পথচলা শুরু হলো। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. আফরুজা আকতারকে আহ্বায়ক ও আলমডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন সাবুর কন্যা চুয়াডাঙ্গা বারের সদস্য অ্যাড. তানিয়া লাঞ্চকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আফরুজা আকতারের সভাপতিত্বে জেলা মহিলা আইনজীবী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন বারের সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক সভাপতি অ্যাড. এম এম শাজাহান মুকুল, অ্যাড. নুরুল ইসলাম, পিপি অ্যাড. বেলাল হোসেন। সংগঠনটি নারী ও শিশুদের অধিকার রক্ষা, দুঃস্থ নারী বিচারপ্রার্থীদের বিনা পয়সায় আইনি সহায়তা দেয়া, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, মানবাধিকার রক্ষাসহ নারী নেতৃত্বের বিকাশ সাধনে সংঘটি প্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা জেলাব্যাপী তাদের কর্মকা- পরিচালনা করবে। অনুষ্ঠানে ছিলেন চুয়াডাঙ্গা মহিলা আইনজীবী সংঘের সদস্য অ্যাড. তামান্না দ্যুতি, অ্যাড. তাবাচ্ছুম সোনিয়া, অ্যাড. মরিয়ম নেছা, অ্যাড. রুবিনা, অ্যাড. সেলিনা, অ্যাড. রেবেকা সুলতানা, অ্যাড. মমতাজ বেগম, অ্যাড. মরিয়ম খাতুন, অ্যাড. কল্পনা, অ্যাড. মাসুরা। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. নাজমুল হাসান লাভলু, অ্যাড হানিফ উদ্দিন, অ্যাড. আফজাল হোসেন, অ্যাড. মইনুল, আ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, অ্যাড. শাওন, অ্যাড. রফিকুল ইসলাম-১ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাড. মানি খন্দকার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।