চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভার সম্ভাব্য কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। সভায় দিবস দুটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এর মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট্য ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আলোচনা সভা, আলোকচিত্র/প্রমাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও মোনাজাত, রাত দশটা থেকে দশটা এক মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউটসহ যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। এছাড়াও গণহত্যা দিবস দিবসের প্রতি সম্মান জানিয়ে ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অপরদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার আয়োজন, আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, ৩১বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোকসজ্জা করা হবে। ২৬ মার্চ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিশেষ দোয়া ও মোনাজাত, বিশেষ খাবার পরিবেশন, সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিনোদনমূলক স্থানে শিশুদের বিনা টিকিকে ভ্রমণ ও তথ্য অফিসের প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এছাড়া আগামী ২৪ মার্চ বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’র কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় কোন প্রতিষ্ঠান অংশগ্রহণ না করলে এই সকল প্রতিষ্ঠানকে ২৬ মার্চ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতিমূলকসভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী ম-ল, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক রফিকুল ইসলাম, মেহেরাব্বিন সানভী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইখলাস উদ্দীন, ক্রীড়া শিক্ষক ইসলাম রকিব, ফজলুল হক মালিক লোটনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।