স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সরকারি নির্দেশনামতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ মহড়া শেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা কামিল মাদরাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া রানারআপ হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা একাডেমি। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সাকিব বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকগণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। কাবাডি প্রতিযোগিতা পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, বিলকিস নাহার, ভোলানাথ দে, বকুল সরকার, আইরিন ইসলাম ও খাজের আলী।