চুয়াডাঙ্গায় ভয়াবহ শিলাবৃষ্টি

 

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। আজ বেলা ৩টা ৫ মিনিটে বৃষ্টির সাথে বড় বড় বরফের টুকরো ঝরতে থাকে। টানা প্রায় ৭ মিনিট ধরে শিলাবৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। সোয়া ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির হাতে অল্প শিলা পড়ছিলো। ৩টা ২১ মিনিটে শিলাবৃষ্টি থামে। বৃষ্টি থামার সাথে সাথে ঘর থেকে মানুষ রাস্তায় নেমে এসে কৌতুহলি অভিমত ব্যক্ত করেন। ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। ৩টা ২৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু টিনেটর চাল ফুটো হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বিকেল ৪টা বাজতে না বাজতে চুয়াডাঙ্গায় সন্ধ্যার পরিবেশ ফুটে উঠেছে।

বজ্রবাহি মেঘ উর্ধ্বমুখী বায়ুপ্রবাহের ফলে যখন বায়ুমন্ডলের অত্যন্ত শীতলতর স্থানে প্রবেশ করে তখন পানির কণাগুলো ধীরে ধীরে বরফে পরিণত হয়। একপর্যায়ে এই বরফের টুকরোগুলো বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়, একেই শিলাবৃষ্টি বলে।

Comments (0)
Add Comment